পছন্দের খাওয়া দাওয়া নিয়ে নিজের মতামত দিলেন দীপিকা পাডুকোন
টক খেতে ভালবাসেন দীপিকা পাড়ুকোনে। যে কোনও দিন যে কোনও সময় হাতের কাছে পেলেই হল। তেমন হলে শ্যুটিং ছেড়েও খেতে যাবেন। মেকআপ উঠুক, লিপস্টিক মুছে যাক, কিচ্ছু যায় আসে না তার। কাঁচা আম,পাকা তেতুল বা টক-ঝাল আঁচার পেলে তাঁর মুখ থেকে একটাই শব্দ আসে... ইয়ামমমম।
ব্যাপারটা অবশ্য অন্য কোনও সূত্রে নয়, জানা গিয়েছে খোদ দীপিকারই সমাজমাধ্যমের পাতা থেকে। নিজের পছন্দের খাবারের কথা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী দীপিকা।
গোটা ভিডিয়োতে নিজের কমফোর্ট ফুড নিয়ে কথা বলেছেন দীপিকা। তবে নেটাগরিকরা সবচেয়ে মজা পেয়েছেন, টক খাওয়ার কথা বলতেই দীপিকার এক চোখ বুজে যাওয়ায়।
টক খেলে টাগরায় 'টকাস' যেমন শব্দ করে আর পাঁচজন সাধারণ মেয়ে ঠিক সে রকম ভাবভঙ্গি করে, বিলকুল তেমনই অভিনেত্রী দীপিকার হাবভাব।
Comments
Post a Comment