রাজ্যে এল Covishield-র ১০ লক্ষ ভ্যাকসিন
পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণী নিষেধাজ্ঞা অনুযায়ী এখন সপ্তাহে শুধু সোম, বুধ ও শুক্রবার পুণে থেকে সরাসরি যাত্রী-উড়ান আসছে কলকাতায়। তাই মঙ্গলবার কোভিডের প্রতিষেধক ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ এই শহরে পৌঁছে দেওয়াকে ঘিরে জল্পনা। পণ্য-বিমানে তাকে পৌঁছতে হল কলকাতায়। নিষেধাজ্ঞা না-উঠলে এর পরে নির্দিষ্ট দিনে কলকাতা তথা রাজ্যে প্রতিষেধক পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের কর্তাব্যক্তিরা।
পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণী নিষেধাজ্ঞা অনুযায়ী এখন সপ্তাহে শুধু সোম, বুধ ও শুক্রবার পুণে থেকে সরাসরি যাত্রী-উড়ান আসছে কলকাতায়। তাই মঙ্গলবার কোভিডের প্রতিষেধক ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ এই শহরে পৌঁছে দেওয়াকে ঘিরে জলঘোলা হল বিস্তর। পণ্য-বিমানে তাকে পৌঁছতে হল কলকাতায়। নিষেধাজ্ঞা না-উঠলে এর পরে নির্দিষ্ট দিনে কলকাতা তথা রাজ্যে প্রতিষেধক পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের কর্তাব্যক্তিরা।
তবে পুণে থেকে দেশের বিভিন্ন প্রান্তে কোভিশিল্ড পৌঁছে দেওয়ার জন্য প্রধানত যাত্রী-বিমানকেই বেছে নেওয়া হয়েছে।আগামী দিনে কলকাতার ক্ষেত্রে নিষেধাজ্ঞা না-উঠলে এত অতিরিক্ত টাকা খরচ করে প্রতিষেধক পৌঁছে দিতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। সে-ক্ষেত্রে কলকাতায় প্রতিষেধক পৌঁছতে দেরি হতে পারে বলেও মনে করা হচ্ছে।
কলকাতায় এল কোভিশিল্ড
☆ব্যবস্থাপনা☆
• রাজ্য স্বাস্থ্য দফতরের দু’টি ভ্যাকসিন ভ্যান
• স্বাস্থ্য মন্ত্রকের বড় গাড়ি
• পুলিশের পাইলট কার
• ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা
• পথের সব সিগন্যালই ছিল সবুজ।
☆মঙ্গলবার শহরে প্রবেশ☆
• দুপুর ১টা ৩৯ মিনিট: কলকাতা বিমানবন্দরে নামল উড়ান
• ভ্যাকসিনের বাক্স তোলা হল তিনটি গাড়িতে
• দুপুর ২টো ৪০ মিনিট: বিমানবন্দর থেকে বাগবাজারের পথে রওনা
• দুপুর ৩ টে ৫ মিনিট: বাগবাজারে কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে প্রবেশ।
রাজ্য স্বাস্থ্য দফতরের ভ্যান কোন পথে
• বিমানবন্দর - ভিআইপি রোড - সিআইটি রোড - মানিকতলা মেন রোড - চিত্তরঞ্জন অ্যাভিনিউ - বাগবাজার
• ১৪ কিলোমিটার পথ ২৫ মিনিটে
• কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাড়ি বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি যায় হেস্টিংসের গভর্নমেন্ট মেডিক্যাল স্টোর্স ডিপো (জিএমএসডি)-তে
ভ্যাকসিননামা
• বিমান থেকে নেমেছে মোট ৮৩টি বড় বাক্স
• হেস্টিংসে গিয়েছে ২৫ বাক্স
• বাগবাজারে গিয়েছে ৫৭+১ (আংশিক) বাক্স
• একটি বড় বাক্সে ১২০০ ভায়াল
• (৫৭ বাক্স x ১২০০+১ টি বাক্স x ৫০০)= ৬৮,৯০০টি ভায়াল
• ১টি ভায়াল—১০ ডোজ়
(৬৮,৯০০টি ভায়াল x ১০)= ৬ লক্ষ ৮৯ হাজার ডোজ়
• ১টি ভায়াল থেকে ১০ জনকে প্রতিষেধক
• ১ ডোজ়—০.৫ মিলিলিটার
• ১৬ জানুয়ারি থেকে ভ্যাকসিন দেওয়া শুরু
• প্রথম দিন রাজ্যের ৩৫৩টি কেন্দ্র থেকে দেওয়া হবে ভ্যাকসিন।
Comments
Post a Comment