ছোট্ট পরীর শুভাগমনে উপচে পরা খুশিতে আত্মহারা বিরাট কোহলির পরিবার

 গতকাল কন্যা সন্তানের বাবা হয়েছেন বিরাট কোহলি। অনুষ্কার কোল জুড়ে এসে ফুটফুটে একরত্তি। এই খবর সামনে আসতেই উপচে পড়ে শুভেচ্ছা। শুধু ক্রিকেট বা অভিনয় জগতের লোকজনই নন, সারা দেশের বিভিন্ন অংশের লোকজন বিরাট-অনুষ্কাকে অভিনন্দন জানান।





বিরুষ্কাকে ভালবাসা জানান নেটিজেনরা। শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন তাঁরা। কিন্তু ভালবাসা শুভেচ্ছার মাঝেই একরত্তিকে দেখার জন্য অপেক্ষা করছিলেন সবাই। সেই সময় ভাইঝির ছবি শেয়ার করলেন বিরাটের ভাই বিকাশ কোহলি।

Comments

Popular posts from this blog

আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার নির্ধারিত সূচি মেনেই ত্রিপুরায় পুরভোট হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী।।

ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন‍্য নতুন ও অত‍্যাধুনিক পদ্ধতির মাধ্যমে তৈরি স্করপেন গোত্রের ডুবোজাহাজ কে যুক্ত করা হল।।

ত্রিপুরায় পথসভার অনুমতি পেলেন তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।। www.spacnewz.com