ছোট্ট পরীর শুভাগমনে উপচে পরা খুশিতে আত্মহারা বিরাট কোহলির পরিবার
গতকাল কন্যা সন্তানের বাবা হয়েছেন বিরাট কোহলি। অনুষ্কার কোল জুড়ে এসে ফুটফুটে একরত্তি। এই খবর সামনে আসতেই উপচে পড়ে শুভেচ্ছা। শুধু ক্রিকেট বা অভিনয় জগতের লোকজনই নন, সারা দেশের বিভিন্ন অংশের লোকজন বিরাট-অনুষ্কাকে অভিনন্দন জানান।
Comments
Post a Comment